নেশন্স লিগে জার্মানির প্রথম, স্পেনের দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ০৮:০২

উয়েফা নেশন্স লিগে কিছুতেই জয়ের দেখা পাচ্ছিল না জার্মানি। অবশেষ মিলল সেই স্বাদ। প্রতিযোগিতায় নিজেদের সপ্তম ম্যাচে এসে ইউক্রেনকে তাদেরই মাঠে হারাল জোয়াকিম লো’র দল। শনিবার রাতে এ লিগের চার নম্বর গ্রুপে ইউক্রেনকে ২-১ গোলে হারিয়েছে জোয়াকিম লো শিবির। অন্যদিকে একই গ্রুপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে স্পেন। ১-০ গোলে দলটি হারিয়েছে সুইজারল্যান্ডকে।

এবারের নেশন্স লিগে গত মাসে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট হারানো জার্মানি পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষেও ১-১ ড্র করেছিল। টুর্নামেন্টের অভিষেক আসরে চার ম্যাচ খেলে জয়শূন্য ছিল ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তৃতীয় ম্যাচে এসে কাটল খরা। দুই আসর মিলিয়ে টানা সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা মিলল জার্মানদের।

কিয়েভে ম্যাচের ২০ মিনিটে মাথিয়াস গিন্টারের গোলে লিড নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ন গোরেটস্কা (২-০)। শেষ দিকে স্বাগতিকদের একমাত্র গোলটি করেন রোমান ইয়ারেমচুক।

চলমান নেশন্স লিগে গত মাসে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট হারানো জার্মানি পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষেও ১-১ ড্র করেছিল।

অন্যদিকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে স্পেন। ব্যবধান ১-০। ম্যাচের ১৪ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মাইকেল ওয়ারজাবাল। ম্যাচের বাকি সময় স্পেন আধিপত্য দেখালেও গোলের দেখা আর মেলেনি।

সাবলিল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্পেন। তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে সাত পয়েন্ট স্পেনিয়ার্ডদের। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট পাওয়া জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট পাওয়া ইউক্রেন তৃতীয় স্থানে। সবার নিচে তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে এক পয়েন্ট পাওয়া সুইজারল্যান্ড।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :