বিয়ের প্রশ্নে যা বললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ১৬:০৩
অ- অ+

দুই বছরেরও বেশি সময় ধরে ১৪ বছরের ছোট রেহমান শলের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এ পর্যন্ত বহুবারই তাদের বিয়ের গুঞ্জন উঠেছে, বহুবারই শুনতে হয়েছে তারা বিয়ে করছেন কবে। জবাবও দিয়েছেন। সম্প্রতি একটি লাইভ চ্যাটে আবারও একই প্রশ্ন করা হয় সুস্মিতা সেনকে।

ওই চ্যাট শুরুর প্রথমেই নায়িকা জানান, ভক্তরা তাকে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। এরপরই একাধিক প্রশ্নের মাঝে উঠে আসে বাঙালি এই অভিনেত্রীর বিয়ের প্রসঙ্গ। যে প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন সুস্মিতা। বলেন, প্রতিবেশীর কাছ থেকে তাদের বিয়ের দিন, তারিখ শুনে এসে তবে জানাবেন। গোটা বিষয়টিই বেশ মজার ছলে বলেন সুস্মিতা ও তার প্রেমিক।

পেশায় মডেল রেহমান শলের চেয়ে প্রায় সুস্মিতা সেন ১৪ বছরের বড়। রেহমান ছোট হলেও তাদের সম্পর্কে বয়স কোনো বেড়াজাল তৈরি করতে পারেনি বলে বার বার প্রকাশ করেন সুস্মিতা। বর্তমানে এই সাবেক মিস ইউনিভার্স এবং তার দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গেই থাকছেন রেহমান শল।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা