মিম-তানভীরের ‘সিনিয়র বউ’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৫:৩০
অ- অ+

বড় ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা, ঘটনাচক্রে ছোট ভাইয়ের সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয়ে যায়। ছেলেটি রাজি না থাকলেও পরিবারের সম্মান এবং পরিস্থিতির চাপে পড়ে সে বিয়ে করে। কিন্তু মেয়েটিকে নিজের বউ হিসেবে মন থেকে স্বীকার করে না। বাসর রাত থেকেই ঘটতে থাকে নানা মজার ঘটনা।

এমনই একটি রোমান্টিক ও কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সিনিয়র বউ’। ফারুক আহমেদ রানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো: কামরুল হাসান ফুয়াদ। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর এবং নাদিয়া আফরিন মিম।

‘সিনিয়র বউ’ নাটকটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা তানভীর। তিনি বলেন, ‘নাটকের গল্পে একটা অন্যরকম ভিন্নতা আছে। গল্পের বিভিন্ন বাকে অনেক টুইস্ট রয়েছে। আশা করছি, দর্শকদের কাছে ভালো লাগবে। বাকিটা প্রচারের পরই বোঝা যাবে।’

তানভীর-মিম ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন পীরজাদা হারুন, শিখা খান মৌ, আহসান কবির, শিমু, জে আই খান, সাফিজ মামুন, রিয়াজ রাজ, হৃদয় আমিনসহ অনেকে। জানা গেছে, খুব শিগগির ‘সিনিয়র বউ’ একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

প্রসঙ্গত, অভিনেতা তানভীর বর্তমানে ধারাবাহিকের নাটকের পাশাপাশি বেশ কয়েকটি একক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ওয়েব সিরিজ ‘শিকল’। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এই সিরিজে তার বিপরীতে আছেন তানজিন তিশা।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা