গানে গানে লালনকে স্মরণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৬:২৪
অ- অ+

বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠান হয়।

ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার নামের দুইটি সাংস্কৃতিক সংগঠন আায়োজিত এ অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। শত শত দর্শক লালনের গান উপভোগ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন- ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য অশোক ধর, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, ভোর হলো ঝিনাইদহ’র সভাপতি পারভেজ ইমাম আজাদ, লালন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল সাই, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্যরা।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা