রাজশাহীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৪:৩৫| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:১২
অ- অ+

রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ওই কিশোরকে আসামি করে নগরীর চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে নবম শ্রেণি পড়ুয়া ওই কিশোর পলাতক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় বিকাল সাড়ে ৫টার দিকে। ঘটনার কয়েক ঘণ্টা পর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর জানান, সকালে শিশুটিকে বাসায় রেখে তার বাবা ভ্যান চালাতে চলে যান। আর তার মা বাইরে কাজে যান। এ সুযোগে ওই কিশোর বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ওই কিশোর গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

এদিকে দুপুরে শিশুটির মা ফিরে এসে দেখেন শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। রক্তক্ষরণ দেখে শিশুটির মা তার মেয়ের সঙ্গে খারাপ কিছু হয়েছে সন্দেহ করেন। দ্রুত নিয়ে যান এক গ্রাম্য চিকিৎসকের কাছে। তিনি দেখেই বলে দেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। দ্রুত তাকে রামেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শিশুটির বয়স চার বছর। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর জানান, অভিযুক্ত কিশোর ঘটনার থেকেই পলাতক। বাড়িতে তাকে পাওয়া যায়নি। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা