শ্রমিকদের ধর্মঘটে অচল ফরিদপুরের নৌ বন্দর

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৬:৩২| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:৪২
অ- অ+

পণ্যবাহী জাহাজ ও কার্গো শ্রমিকদের বেতন-ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। এতে ফরিদপুর নৌবন্দরের কার্যক্রম অচল অবস্থায় রয়েছে।

গত সোমবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফার দাবিতে ডাকা ধর্মঘটে একেবারে অচল ফরিদপুরের একমাত্র নৌ-বন্দর।

একদিকে করোনা, তার ওপর আবার নৌশ্রমিকদের ধর্মঘট। সব মিলিয়ে কর্মহীন বন্দরের কয়েক হাজার কুলি ও ট্রাক পরিবহন শ্রমিকরা। গত তিনদিন কাজ না পেয়ে বসে আছেন তারা। অন্যদিকে বন্দরের পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে ১২টি লাইটার জাহাজ ও বেশ কয়েকটি কার্গো জাহাজ। এতে প্রায় ১১ হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার ও গম বন্দর থেকে খালাস করা যাচ্ছে না।

এছাড়াও বন্দরে কয়লা, সিমেন্ট, চালসহ বিভিন্ন পণ্য নিয়ে আসা ছোট বড় অনেক কার্গো জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দরে কুলি শ্রমিক সরদার শরীফ হোসেন জানান, একদিকে করোনা তার ওপর আবার ধর্মঘট। আমাদের শ্রমিকরা গত তিনদিন কাজ ছাড়া বসে আছেন।

এই বন্দরের ট্রাক চালক আবুল হোসেন জানান, সার নেয়ার জন্য ঘাটে এসেছি। কিন্তু ধর্মঘট থাকার কারণে সার নিতে পারছি না। বসে থাকতে হচ্ছে। এই ধর্মঘটের সমাধান করা দরকার।

ফরিদপুর নৌন্দরে শুল্ক আদায়কারী নজরুল ইসলাম বলেন, ধর্মঘটের কারণে লোড-আনলোড বন্ধ রয়েছে। সরকার প্রতিদিনই রাজস্ব হারাচ্ছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেয়র হিসেবে শপথ নিতে রিট করেননি ইশরাক হোসেন
প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত
সাময়িক বরখাস্ত হলেন এএসপি রাজন কুমার সাহা
ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা