মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ২২:০৯| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:১০
অ- অ+

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জয় পেল রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগার ম্যাচে স্বাগতিক বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। রিয়ালের তিনটি গোলের মধ্যে ভালভার্দে ১টি, রামোস ১টি ও মদ্রিচ ১টি করে গোল করেছেন। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন আনসু ফাতি।

এই জয়ের ফলে লা লিগায় ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে বার্সেলোনা।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। পঞ্চম মিনিটে গোলটি করেন ভালভার্দে। এর মাত্র তিন মিনিট পর ম্যাচে সমতা ফেরায় বার্সা। গোলটি করেন আনসু ফাতি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে উভয় দলই এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৩তম মিনিটে ভিএআর প্রযুক্তির কল্যাণে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে গোল করতে ভুল করেননি সার্জিও রামোস। অবশ্য বার্সেলোনার সামনে বহুবার সুযোগ এসেছে গোল করার। কিন্তু রিয়ালের শক্তিশালী রক্ষণ ভেদ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

ম্যাচের একেবারে শেষ দিকে (৯০তম মিনিটে) রিয়ালের আক্রমণ রক্ষা করতে গিয়ে বার্সা গোলরক্ষক নেতোর হাত থেকে বল ছুটে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লুকা মদ্রিচ। যার ফলে বার্সেলোনার মাঠে ৩-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা