ভাগ্নের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মহেশের মামলা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১১:১৭

ভাগ্নে সুমিত সাবরওয়ালের সাবেক স্ত্রী লুবিনা লোধের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করলেন পরিচালক, প্রযোজক মহেশ ভাট। মামলাটি করা হয়েছে বম্বে হাইকোর্টে। তার আগে শুক্রবার মহেশ ভাটের পক্ষে লুবিনাকে টুইটারে হুঁশিয়ারি দিয়েছিল প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’। কিন্তু হঠাৎ কেন এক নারীর বিরুদ্ধে মামলা করতে হলো মহেশের?

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে মহেশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন লুবিনা। তিনি বলেন, ‘মহেশ একজন অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। উনি আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে চান। উনি যে কত অভিনেতা, পরিচালক এবং সংগীত পরিচালকের কেরিয়ার স্রেফ একটা ফোনে শেষ করে দিয়েছেন, তা ভাবা যায় না। উনি একটা ফোন ঘোরান আর বিভিন্ন লোকের কাজ চলে যায়!’

১ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে লুবিনা তার সাবেক স্বামী সুমিতের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তোলেন। বলেন, সুমিত নাকি বলিউডের বিভিন্ন তারকাকে মাদক সরবরাহ করেন। লুবিনার কথায়, ‘সুমিতের ফোনে বিভিন্ন নারীর বিভিন্ন ধরনের ছবি থাকে। সেগুলো পরিচালকদের দেখায়। তাদের মেয়ে সরবরাহও করে।’

পাশাপাশি মহেশ ভাট সম্পর্কে বলেন, ‘মহেশ হলেন বলিউডের ডন! ওনার ভাগ্নের বিরুদ্ধে আমি ডিভোর্স ফাইল করেছি। তারপর থেকেই মহেশ আমার এবং আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন। যদি এরপর আমার এবং আমার পরিবারের কারও কোনো ক্ষতি হয়, তার জন্য মহেশ ভাটরা দায়ী থাকবেন।’

এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই মহেশ ভাট মানহানির মামলা করেছেন। তবে দোষ স্বীকার করে লুবিনার আইনজীবী বলেছেন, এরপর থেকে তার মক্কেল আর ওই ধরনের কোনো অভিযোগ আনবেন না। এখন লুবিনার তরফ থেকে ওই ঘোষণা আসার পর মহেশ ভাটও তার মামলা থেকে সরে আসেন কি না সেটাই দেখার।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :