নতুন স্মার্টওয়াচ আনছে শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৫:২৪
অ- অ+

নতুন স্মার্টওয়াচ আনছে শাওমি। এটি হবে মি ওয়াচ ২০২০ এডিশনের লেটেস্ট ভার্সন। ইতিমধ্যে অ্যামেরিকার এফসিসি সার্টিফিকেশন লিস্টিংয়েও দেখা গেছে এই স্মার্টওয়াচ। সেই সূত্রে প্রকাশ্যে এসেছে স্মার্টওয়াচের ফিচারগুলো।

এফসিসির লিস্ট অনুযায়ী, মি ওয়াচ লাইটের মডেল নম্বর রেডমিডব্লিউটি০২। স্কোয়্যার শেপে ডিজাইন করা হয়েছে এর ডায়াল। যদিও আগের ভার্সন ভ্যানিলা মি ওয়াচ ২০২০ এডিশনের ডায়ালটি গোল ছিল।

এটি অ্যানড্রয়েড ও আইওএস দুটি ডিভাইজেই কমপ্যাটিবল। এই স্মার্টওয়াচে থাকছে ২৩০ এমএএইচ ব্যাটারি, বিল্ট-ইন জিপিএস ও ১.৪১ ইঞ্চি ডিসপ্লে। এর পাশাপাশি শাওমির তৈরি এই স্মার্টওয়াচে থাকছে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটরিং ও অটো স্ক্রিন ব্রাইটনেস ফিচার। পানিতে প্রায় ৫০ মিটার পর্যন্ত কাজ করতে পারে এই ওয়াচ। তাই এর ওয়াটার রেজিসট্যান্ট পাওয়ার নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে বলেই দাবি সংস্থার তরফে।

স্মার্টওয়াচটি পরে বহাল তবিয়তে সাঁতার কাটতে পারেন আপনি। থাকছে সুইমিং স্ট্রোক রিকগনিশন ফিচার ও বেশ কয়েকটি ফিটনেস ফিচারও। উল্লেখ্য, গত মাসে ইউএল সার্টিফিকেশন ওয়েবসাইটেও একই মডেল নম্বর দেখা যায়। এটি ছিল রেডমিডব্লিউটি০২। ওয়েবসাইটের সার্টিফিকেশন সূত্রে জানা যায়, এই নতুন রেডমি স্মার্ট ওয়াচে ৫ ভিডিসি এবং ০.৪এ চার্জিং সাপোর্ট করে।

তবে মি ওয়াচ লাইটে নিয়ে এর বেশি কিছু জানানো হয়নি শাওমির পক্ষ থেকে। এই ডিভাইজ কবে লঞ্চ করবে, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়। টেকএক্সপার্টদের অনুমান, যে হেতু রেগুলেটরদের কাছে সার্টিফিকেশন শুরু হয়ে গেছে, তাই শিগগিরই বাজারে আসতে পারে এই ডিভাইস।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা