মির্জাপুরে ‘ধর্ষণের হুমকি’তে সাবেক ইউপি সদস্য আটক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২০, ২২:১৫

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূকে মোবাইলে ধর্ষণের হুমকি ও ব্লাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগে এনামুল হক ওয়াজ আলী নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এদিকে আজগানা ইউপির সাবেক সদস্যকে আটকের পর থেকে তার পুত্র রনির হুমকিতে অভিযোগকারী দুই সন্তানের জননী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

বেলতৈল গ্রামের জামাল উদ্দিনের পুত্র ও সাবেক ইউপি সদস্য এনামুল হক ওয়াজ আলী দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইলে ধর্ষণের হুমকি এবং ব্লাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করেন তিনি। এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করলে অভিযুক্ত ইউপি সদস্যের পুত্র রনি ক্ষিপ্ত হয়ে হাটুভাঙ্গা বাজারে রুস্তম লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গত সোমবার রুস্তম আলীর স্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি সদস্য এনামুল হক ওয়াজ আলী ও তার পুত্র রনিকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে ওয়াজ আলীকে আটক করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে একটি মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অসহায় রুস্তম আলী অভিযোগ করেন।

এ ব্যাপারে আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার বলেন, অন্যায় করলে কেউ পার পাওয়ার সুযোগ নেই। অসহায় গৃহবধূ থানায় অভিযোগ করেছেন। আইনগতভাবে যা হবার তাই হবে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক ইকরামুল হক বলেন, গৃহবধূর অভিযোগে এনামুল হক ওয়াজ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :