সরাইলে বিনামূল্যে সার-বীজ পেলেন ৩ হাজার কৃষক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২০, ১৭:৫৩| আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:০৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় প্রায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার সকালে উপজেলা মিলনায়তনে দুই হাজার ৯১০ জন কৃষকের হাতে কৃষি উপকরণ তুলে দেয়া হয়। এর মধ্যে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক হাজার ৭০০ কৃষক ও সরকারি নিয়মিত প্রণোদনার অংশ হিসেবে এক হাজার ২১০ কৃষকের মধ্যে এই সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা অলিউর রহমান।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা