বিগ বসে চুমু, লাভ জিহাদের অভিযোগ করণি সেনার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ১০:৩৬
অ- অ+

দর্শকদের নজর কাড়তে কোনো সুযোগই ছাড়ছেন না সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের ১৪তম আসরের প্রতিযোগীরা। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে অনুষ্ঠানটির সমীকরণ।

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে জমে উঠেছে এজাজ খানের সঙ্গে পবিত্র পুনিয়ার প্রেমের রসায়ন। আর তাদের প্রেম নিয়েই এবার শুরু হয়েছে বিতর্ক। ‘বিগ বস-১৪’ লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছে। এবার সালমানের শোয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল করণি সেনা।

‘বিগ ১৪’-এ সম্প্রতি দেখা যায়, পবিত্র পুনিয়া যখন নিক্কির সঙ্গে কথা বলতে ব্যস্ত, তখন এজাজ এসে হঠাৎই তাকে চুমু খেয়ে বসেন। চুপিচুপি প্রেম করতেও দেখা যায় তাদের। তবে এজাজ ও পবিত্রর চুমুর দৃশ্যটি ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি, ‘বিগ বস তক’ বলে একটি টুইটার হ্যান্ডেলে করণি সেনার অভিযোগ পত্র শেয়ার করা হয়েছে। যেখানে শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, এই শোটি লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছে।

এছাড়া অবিলম্বে ‘বিগ বস ১৪’ বন্ধের দাবি জানিয়েছে করণি সেনারা। যেখানে সই করেছেন করণি সেনার সহ সভাপতি দিলীপ রাজপুত। যদিও শোয়ের নির্মাতাদের তরফ থেকে এখনও এ বিষয়ে মুখ খোলা হয়নি।

ঢাকাটাইমস/২০নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা