কোহলির সন্তান অস্ট্রেলিয়ার নাগরিক হবে!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১১:৩২| আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১২:০০
অ- অ+

অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

নতুন বছরের শুরুতেই বাবা হতে চলেছেন কোহলি। তার আগেই অজি কিংবদন্তি অ্যালান বর্ডার অদ্ভুত আবদার করে বসলেন। মজা করে তিনি বলেছেন, তিনি নাকি চেয়েছিলেন, কোহলি এবং আনুশকার সন্তানের জন্ম হবে অস্ট্রেলিয়ায়। আর তার ফলে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যাবে সে।

বর্ডার ইচ্ছে প্রকাশ করেন, ‘আমরা আশা করেছিলাম, কোহলি-আনুশকার সন্তান অস্ট্রেলিয়াতে জন্ম নেবে। তাহলে আমরা অন্তত সদ্যোজাতকে অস্ট্রেলিয়ান হিসেবে দাবি জানাতে পারব।’ শুধু তাই নয় কোহলি যেন অস্ট্রেলীয় হয়ে যান সেটাও চেয়েছেন তিনি।

এদিকে টেস্ট সিরিজের মাঝপথে বিরাট কোহলি দেশে ফিরে গেলে সুবিধা পাবে অস্ট্রেলিয়াই। এমনটাই মনে করেন অ্যালান বর্ডার। তাঁর মতে, ‘একটা বিষয় অস্ট্রেলিয়ার পক্ষে, তা হলো বিরাট প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে যাবে। এটা ভারতের কাছে বড় ধাক্কা। নেতা হোক বা ক্রিকেটার, এই মুহূর্তে কোহলির জায়গা নেওয়ার মতো কেউ নেই।’

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা