মন্ত্রিত্বের মোহ আমার নেই: ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১০:৪২| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১১:৪৮
অ- অ+

‘আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে থাকতে চাই না। কারণ আমি যে দলেই যাবো, সেটাতেই একঘরে হয়ে থাকব। এরকমটা আমি কখনোই চাই না। আমি সার্বজনীন হয়ে থাকতে চাই। অর্থাৎ সব শ্রেণির মানুষের জন্য সমানভাবে কাজ করে যেতে চাই। এটাই আমার জীবনের লক্ষ্য।’

সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের সঞ্চালনায় একটি লাইভ চ্যাট শোয়ে উপস্থিত হয়ে কথাগুলো বলছিলেন ‘বেদের মেয়ে জ্যোৎসা’ খ্যাত দেশের স্বনামধন্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন। ওই শোয়ে তিনি তার মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়েও কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনেকেই আমাকে মন্ত্রী হওয়ার জন্য বলেছেন। তাদের আমি একটাই জবাব দিয়েছি, আপনারা কি চান মানুষের জন্য করা আমার এই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনটি নষ্ট হয়ে যাক। মন্ত্রী হতে চাইলে তো আমার এত আন্দোলন করার কোনো দরকার ছিল না।’

তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা কোনো ধর্ম, পেশা, দল, বয়স মানে না। যে কেউ যে কোনো সময় এর শিকার হয়ে মূল্যবান জীবন হারাতে পারে। এই দুর্ঘটনা কমানোর জন্যই আমি আন্দোলন করছি। তাই নির্দিষ্ট কোনো দলে যোগ দিয়ে এটাকে নষ্ট করতে চাই না। তাছাড়া মন্ত্রী হওয়ার মোহ আমাকে কখনোই টানে না।’

১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। ওই বছরেরই ১ ডিসেম্বর থেকে অভিনেতা ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’ স্লোগানে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তার সেই মহৎ কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

ঢাকাটাইমস/২৩নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা