আলী যাকেরের প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৭:২৬
অ- অ+

দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, গুণী নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

শুক্রবার এক শোকবার্তায় আইজিপি বলেন, মহান মুক্তিযুদ্ধে আলী যাকের অবিস্মরণীয় অবদান রেখেছেন। দেশের শিল্পকলা, সাংস্কৃতিক অঙ্গন, নাট্যজগতে তার সমুজ্জ্বল উপস্থিতি রয়েছে। নাটক ও নাট্যকলাকে শিল্পকলার অনন্য মাধ্যম হিসেবে জনপ্রিয় করে তিনি নাট্যজনে অভিহিত হয়েছিলেন। বিজ্ঞাপন শিল্পের উৎকর্ষ সাধনেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একজন সৌখিন ফটোগ্রাফার হিসেবেও তার ব্যুৎপত্তি ছিল। আলী যাকেরের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

আইজিপি আলী যাকেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বার্ধক্য ও হার্টের সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় আক্রান্ত আলী যাকের শুক্রবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা