কোম্পানীগঞ্জে কলেজছাত্র অপহরণ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১৯:২৮| আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২০:০৫
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে আব্দুল আজিজ নোমান (২৪) নামে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনায় অপহৃত ছাত্রের মা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কেজি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত আব্দুল আজিজ নোমান কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে। সে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। পড়ালেখার পাশাপাশি নোমান ফ্রিল্যান্সিংয়ের কাজ করতো।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের কাতার প্রবাসী আব্দুল হালিমের পরিবার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকত। বাসার পাশে অনলাইন ওয়েব অরবিট নামে একটি ফ্রিল্যান্সিং অনলাইন কোচিং সেন্টার পারিচালনা করত নোমান। প্রতিদিনের ন্যায় সকালে সে তার প্রতিষ্ঠানে যায়। দুপুর দেড়টার দিকে অজ্ঞাত ৬-৭ জন ব্যক্তি তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, কলেজছাত্র নোমানকে তার প্রতিষ্ঠান থেকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে মর্মে তার মা নাজমুন একটি অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে অপহৃত নোমানকে উদ্ধার করতে পুলিশের একাধিক দল কাজ করছে। কারা বা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা পরবর্তীতে জানা যাবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা