খুলেছে যমুনা অভিমুখের সড়ক, কাকরাইল মোড়ে যান চলাচল স্বাভাবিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পর যমুনা অভিমুখে সড়ক খুলে দেওয়া হয়েছে। এতে রাজধানীর কাকরাইল মোড় চেনা রূপে ফিরেছে। স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।
শনিবার দেখা যায়, যমুনা অভিমুখে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই সড়কটি। তবে নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেওয়ার পর এ পথের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় জবি ঐক্য প্ল্যাটফর্ম।
এসময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, “আমরা সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছি।” তিনি দাবি আদায়ে সরকারকে টালবাহানা না করার আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১৭মে/এফএ)

মন্তব্য করুন