তামিমদের হারিয়ে মুশফিকদের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:০৮
অ- অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম জয়ের দেখা পেল মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। টুর্নামেন্টে বুধবার দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এর আগে টানা তিন ম্যাচে হারে মুশফিকরা। অন্যদিকে, চার ম্যাচ খেলে তামিমদের এটি তৃতীয় হার।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বরিশালের দেয়া ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় ঢাকা।

দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ইয়াসির আলী। ৩০ বলে ৩টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৩ রান করে অপরাজিত থাকেন মুশফিক। বরিশালের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট শিকার করেন। বাকি দুইজন রান আউট হন।

টার্গেট ছোট হলেও শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৭ রানে রান আউট হন ওপেনার রবি। দলের রান যখন ২৩ তখন অপর ওপেনার নাঈম শেখও রান আউট হন। ওয়ানডাউনে নামা অধিনায়ক মুশফিক একেবারে ধীর গতিতে এগোলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন।

চার নম্বরে নামা তানজিদ হাসান চালিয়ে দলকে কিছুটা চাপ মুক্ত করেন। ২০ বলে ২২ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর মুশফিক ও ইয়াসিরের ৫৫ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে ঢাকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক তামিম।

ঢাকার বোলারদের মধ্যে রবিউল ইসলাম রবি ২০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ৪ ওভারে ৮ রান দিয়ে ১টি উইকেট নেন নাঈম হাসান। শফিকুল ইসলাম ৩ ওভারে মধ্যে দুই ওভার মেডেন করেন। উইকেট নেন ২টি। ৩০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।

বরিশাল ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে ২টি উইকেট হারায়। রবিউল ইসলাম রবির করা এই ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হন সাইফ হাসান। পরের বলে তানজিদের হাতে ক্যাচ হন পারভেজ হোসেন ইমন।

এরপর আফিফ হোসেন নেমে ৭ বলে কোনো রান না করে ফিরে যান। পরে তামিম-হৃদয় জুটি ৩৭ রানের পার্টনারশিপ করেন। ১২তম ওভারে তামিম ফিরতেই আরো মন্থর হয়ে যায় রানের চাকা। শেষমেশ ১০৮ রানে থামে বরিশালের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭ উইকেটে জয়ী বেক্সিমকো ঢাকা।

ফরচুন বরিশাল: ১০৮/৮ (২০ ওভার)

(তামিম ৩১, সাইফ ৯, পারভেজ ০, আফিফ ০, হৃদয় ৩৩, শুক্কুর ৩, মিরাজ ১২, তাসকিন ৬*, তানভীর ৩, কামরুল ১*; শফিকুল ২/১০, রুবেল ১/৩০, নাসুম ০/২৪, নাঈম হাসান ১/৮, রবি ৪/২০, মুক্তার ০/৯)।

বেক্সিমকো ঢাকা: ১০৯/৩ (১৮.৫ ওভার)

(নাঈম শেখ ১৩, রবি ২, মুশফিক ২৩*, তানজিদ ২২, ইয়াসির ৪৪*; তাসকিন ০/২৮, মিরাজ ১/১৩, তানভীর ০/২৫, আবু জায়েদ ০/১৯, আফিফ ০/৪, কামরুল ০/২০)।

ম্যাচ সেরা: রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা)।

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা