ভ্যাকসিন নেয়ার পরও করোনায় আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:১৮
অ- অ+

ভারতের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ শরীরে প্রয়োগ করার ১৫ দিনের মাথায় করোনায় সংক্রমিত হয়েছেন হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। করোনা পরীক্ষায় ‘পজেটিভ’ ফলাফল আসার পর এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অনিল ভিজ নিজেই। টুইটে তিনি লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।’

ভারতে কোভ্যাক্সিনের চূড়ান্ত ‌পর্যায়ের ট্রায়াল চলছে। এই ট্রায়ালে অংশ নেয়ার জন্য সমাজের সকল পেশার মানুষকে আহ্বান জানায় ভারত সরকার। সেই আহ্বানে সাড়া দিয়ে গেল ২০ নভেম্বর ভ্যাকসিনটির ট্রায়ালে অংশ নেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। জানা গেছে, চূড়ান্ত পর্যায়ে ২৬ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে শুরুর দিকে ডোজ নিয়েছিলেন আলিগড় মুসলিম বিদ্যালয়ের উপাচার্য তারিক মনসুর।

এর আগে ১৯ নভেম্বর টুইট করে ৬৭ বছরের অনিল ভিজ জানিয়েছিলেন, ‘২০ নভেম্বর ১১টায় আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভারত বায়োটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে ডোজ নেব আমি। পিজিআই রোহতক ও স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের তত্ত্বাবধানে হবে এই টিকার ট্রায়াল।’

ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এনএইচএস/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা