মানিকছড়িতে কারিতাসের মতবিনিময়

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২০, ১৯:৫১
অ- অ+

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতবিনিময় সভা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমার সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।

সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, মাঠ সহায়ক রিন্টু চাকমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই বিগত বছরের সার্বিক কার্যক্রম সবার মাঝে তুলে ধরেন মাঠ কর্মকর্তা সোলায়মান।

মতবিনিময় সভায় প্রকল্পের উপকারভোগী সদস্যরা প্রকল্প থেকে প্রাপ্ত বিভিন্ন সুবিধাগুলো সম্পর্কে অতিথিদের মাঝে তুলে ধরে বলেন, কারিতা এগ্রো-ইকোলজি প্রকল্পে মাধ্যমে তারা ছাগল পালন, কৃষি ফসল উৎপাদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ফলে তারা আর্থিকভাবেও উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ প্রকল্পের মাধ্যমে আরো ভালো সেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

কারিতাসের এমন কার্যক্রমের প্রশংসা করে মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলার প্রান্তিক কৃষকরা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করে উপকৃত হয়েছেন। এছাড়াও কারিতাস কর্তৃক প্রদত্ত সুবিধাগুলো সঠিক তদারকির মাধ্যমে কৃষকদের মানোন্নয়নে কাজ করার পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা