চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব’ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২০, ১৫:১৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ ও মহান বিজয় দিবসের কর্মসূচি হিসেবে ‘বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব-২০’ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশে ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিন দিনব্যাপী এই উৎসবে জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর আঁকা বিভিন্ন দেয়ালিকা প্রর্দশন করবে।

উৎসব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ, কে, এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওরাঁও, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকশানা আহমদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :