গাইবান্ধায় দুই পৌরসভার প্রতীক বরাদ্দ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০, ২০:০৫

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে গাইবান্ধা জেলার দুই পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধায় জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব গাইবান্ধা পৌরসভার ও সুন্দরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আল মারুফ সুন্দরগঞ্জ পৌরসভার প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ করেন।

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থীকে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

গাইবান্ধা পৌরসভায় ৮ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন (নৌকা), বিএনপির শহীদুজ্জামান শহীদ, (ধানের শীষ), স্বতন্ত্র মতলুবর রহমান (নারিকেল গাছ), স্বতন্ত্র আনোয়ার-উল সরোয়ার সাহিব (রেল ইঞ্জিন), স্বতন্ত্র ফারুক আহম্মেদ (ক্যারাম বোর্ড), স্বতন্ত্র শামসুল আলম (মোবাইল ফোন), স্বতন্ত্র আহসানুল করিম (চামুচ), স্বতন্ত্র মির্জা হাসান (জগ), প্রতীক পেয়েছেন।

অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে জন ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সুন্দরগঞ্জ পৌরসভায় ৭ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল), স্বতন্ত্র দেবাশীষ কুমার সাহা (মোবাইল ফোন), স্বতন্ত্র মো. খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), স্বতন্ত্র মো. আল শাহাদৎ হোসেন জিকো (জগ), এনডিপির মো. গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) প্রতীক পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দের সময় পৃথক মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা আল মারুফ।

প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় ফিরেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নেমে পড়েন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :