সৈয়দপুরে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২১, ১৭:১১

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী একজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে ওই পদে ভোট স্থগিত করা হয়েছে। নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ও সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কর্তৃক এ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই পদে ভোট স্থগিত থাকবে।

সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী সাবেক ওয়ার্ড কমিশনার সুলতান খান ঢেনু(৬৫) (পাঞ্জাবী মার্কা) শুক্রবার রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি তার নতুন বাবুপাড়া বিজামান রোডস্থ বাড়িতে সন্ধ্যায় অসুস্থ হলে তাৎক্ষণিক তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। রংপুর মেডিকেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরদিন শনিবার বাদ জোহর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ওই পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর আব্দুল খালেক সাবু (গাজর প্রতীক), খালিদ আজম আশরাফী (ব্রিজ প্রতীক), নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন (উটপাখী প্রতীক), অব. সার্জেন্ট মশিউর রহমান (ডালিম প্রতীক)।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, একজন প্রার্থীর মৃত্যুর কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডে শুধুমাত্র ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট গ্রহণ স্থগিত থাকবে। অন্যপদের প্রার্থীদের অর্থাৎ মহিলা কাউন্সিলর ও মেয়র পদে ওই ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে। তাদের ভোট স্থগিত করার কোনো নিয়ম নাই। তাই অন্যান্য পদে যথারীতি আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :