জয়ে ফিরল পিএসজি-মিলান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২১, ১০:২৮| আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১০:৩২
অ- অ+

নিজ নিজ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি এবং এসি মিলান। নিজেদের এর আগের ম্যাচে হেরেছিল দুদলই। অবশেষে জয়ে ফিরল শিরোপা প্রত্যাশী জায়ান্ট ক্লাব দুটি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। এদিকে ইতালিয়ান সিরি’আয় টরিনোর বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে এসি মিলান।

লিগ ওয়ানের খেলায় ষোড়শ মিনিটে দলকে এগিয়ে নেন কিন। অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নার থেকে মার্কিনিয়োসের হেডে সুযোগ আসে কিলিয়ান এমবাপ্পের সামনে। কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি তিনি। পোস্টে লেগে ফেরা বলে খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন কিন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ আসে এমবাপ্পের সামনে। এরপর দীর্ঘক্ষণ ম্যাচে গোল দেখা যায়নি। তবে মাত্র একটি গোল নিয়ে সন্তুষ্ট ছিলেন না পচেত্তিনোর শিষ্যরা। ৮১ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দির নিপুণ শটে গোল হলে ব্যবধান দ্বিগুন হয়। এর দুমিনিট পর স্কোরলাইন ৩-০ করেন সারাবিয়া। ইকার্দির কাছ থেকে বল পেয়ে বাকিটা অনায়াসে সারেন তিনি।

অন্যদিকে ইতালিয়ান সিরি’আতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের বিপক্ষে খেলতে নেমে হেলে পানি পায়নি টরিনো। প্রথমার্ধের ২৫ মিনিটে রাফায়েল লিঁওয়ের গোলে লিড নেয় মিলান। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করে আইভরিয়ান তারকা ফ্রাঙ্ক কি্সে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা