বইমেলা নিয়ে বাংলা একাডেমির ব্রিফিং রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১৪:৪৫
অ- অ+
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ঝুলে যাওয়া বাংলা একাডেমির অমর একুশে বইমেলা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি।

আগামী ১৭ জানুয়ারি রবিবার দুপুর ২টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।

বাংলা একাডেমি জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বাঙালির প্রাণের মেলা হয়ে ওঠা এই মেলা এবার করোনাভাইরাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ফেব্রুয়ারি মাসে মেলা হচ্ছে না এটা একাডেমির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রকাশকদের দুটি সংগঠন চাচ্ছে মার্চে অন্তত এই মেলার আয়োজন করতে। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনও করেছে। ধারণা করা হচ্ছে, আগামী রবিবারের সংবাদ সম্মেলনে বইমেলা নিয়ে সিদ্ধান্ত আসবে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা