ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের স্পন্সর বেক্সিমকো

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:৪৪
অ- অ+

আগামী ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বেক্সিমকো আমাদের দেশের অন্যতম সেরা ব্র্যান্ড। বিশ্বব্যাপীও তাদের সুনাম রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের সমর্থনে তারা বহুবার এগিয়ে এসেছে। জাতীয় দলের স্পন্সর হিসেবে বেক্সিমকোর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’

২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে মিরপুরে। ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে ১১ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

করোনার পর বাংলাদেশ দল প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসার আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করে এসেছে।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা