সিংড়ায় জমি-ঘর পাচ্ছে ৬০ জন ভূমিহীন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:২১

মুজিব শতবর্ষ উপলক্ষে সিংড়ার ৬০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ইউএনওর কার্যালয়ে সেই ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সাব-রেজিষ্ট্রার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।

সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সিংড়া উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন যাদের জমিও নেই বাড়িও নেই, এমন ৬০ জনের পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :