গীতিকবিতা
মনের খেয়ার খেয়ালি ভাসান
নেয়ামত উল্যা ভূঁইয়া
| প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ১৬:৪৮

কিছু কিছু গান আছে চেনা চেনা সুর,
মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।
কিছু কিছু কথা আছে; ভোলা যায় না,
বার বার ফেলে ছায়া মনের আয়না।
কেঁদে কেঁদে স্মৃতি হয় বিরহে বিধুর-
মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।
কিছু কিছু ফুল আছে পুষে রাখে কাঁটা,
কিছু কিছু মরা নদী দেখে শুধু ভাটা।
হতাশায়ও জাগায় আশা স্মৃতি যা-মধুর,
মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।
কিছু কিছু মন আছে বোঝা যায় না,
মন দেয়া প্রিতমও সেই মন পায় না।
মন যতো পাড়ি দেয় সাত-সমুদ্দুর,
তার খোঁজে মন ছোটে অচিন্তপুর।
হাজারো লোকের ভিড়ে কিছু কিছু মুখ,
দূর থেকে কাছে টেনে প্রাণে দেয় সুখ।
সেই মুখে ফোটে ছবি প্রিয় বন্ধুর-
মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।
সংবাদটি শেয়ার করুন
সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
সাহিত্য এর সর্বশেষ

অনিন্দ্য অবাধ্যতা

নেয়ামত ভূঁইয়ার কিশোর কবিতা: অমর একুশে

আটুই ফাল্গুন

আল হাদীর নতুন কবিতার বই ‘সময়ের দূতাবাস’

বইমেলায় আসবে তুলতুলের ‘চাঁদে বেড়ানোর পাসপোর্ট’

সাগরের ছাদে ডাকা

জলপরানি উপন্যাসের প্রচ্ছদ আঁকলেন ভারতের মাহফুজ আলি

ছন্দে ছন্দে দুলি আনন্দে (পর্ব-৬)

ফাগুনের দিবস
