গীতিকবিতা

মনের খেয়ার খেয়ালি ভাসান

নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ১৬:৪৮
অ- অ+

কিছু কিছু গান আছে চেনা চেনা সুর,

মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।

কিছু কিছু কথা আছে; ভোলা যায় না,

বার বার ফেলে ছায়া মনের আয়না।

কেঁদে কেঁদে স্মৃতি হয় বিরহে বিধুর-

মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।

কিছু কিছু ফুল আছে পুষে রাখে কাঁটা,

কিছু কিছু মরা নদী দেখে শুধু ভাটা।

হতাশায়ও জাগায় আশা স্মৃতি যা-মধুর,

মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।

কিছু কিছু মন আছে বোঝা যায় না,

মন দেয়া প্রিতমও সেই মন পায় না।

মন যতো পাড়ি দেয় সাত-সমুদ্দুর,

তার খোঁজে মন ছোটে অচিন্তপুর।

হাজারো লোকের ভিড়ে কিছু কিছু মুখ,

দূর থেকে কাছে টেনে প্রাণে দেয় সুখ।

সেই মুখে ফোটে ছবি প্রিয় বন্ধুর-

মনটাকে কেড়ে নেয় দূর বহু দূর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা