হাফসেঞ্চুরির দেখা পেলেন সাকিব

খেলা ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৪:০৬| আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:১১
অ- অ+

অবশেষে হেসেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট। দ্বিতীয় প্রাকিটিস ম্যাচে আজ তামিম একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে অর্ধশত রানের ইনিংস খেলেন। করেছেন ৮২ বলে ৫২ রান। আসন্ন সিরিজের আগে এই ইনিংসটি তার বেশ আত্মবিশ্বাস বাড়াবে।

প্রথম ম্যাচে আগে ব্যাট করেছিল তামিম একাদশ। তাই এ ম্যাচে আর টস করা হয়নি, ব্যাটিংয়ে নেমে গেছে মাহমুদউল্লাহ একাদশ। প্রথম ম্যাচটি ছিল ৪০ ওভারের। তবে এ ম্যাচটি হচ্ছে ৪৫ ওভারে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান করতে সক্ষম হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার নাঈম শেখ। সাকিব ৫২, সৈকত ৩১, মুশফিক ২৫ এবং রাব্বী করেন ২৪ রান।

তামিম একাদশে হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদের শিকার ১টি করে উইকেট।

ঢাকাটাইস/১৬জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা