যতদিন ফিট আছি খেলে যেতে চাই: ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৮
অ- অ+

৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ার জন্য নিজেকে পুরোপুরি ফিট দাবি করেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমের পরে এসি মিলানের সাথে বর্তমান চুক্তি নবায়নের পরিকল্পনা করছেন বলেও ইঙ্গিত দিয়েছেন এই ফরোয়ার্ড।

২০১৯ সালের ডিসেম্বরে মিলানে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। গত গ্রীষ্মে এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২০-২১ সাল পর্যন্ত তিনি মিলানেই থাকবেন।

যদিও ইনজুরি ও অসুস্থতার কারণে মিলানের সময়টা খুব একটা স্বস্তিতে কাটাতে পারেননি ইব্রা। তারপরেও এই অভিজ্ঞ স্ট্রাইকার বিশ্বাস করেন এই বয়সেও ইউরোপের শীর্ষ লিগে খেলার সব ধরনের যোগ্যতা তার রয়েছে। এবারের মৌসুমে মাত্র ৬টি লিগ ম্যাচে মূল একাদশে খেলে ১০টি গোল করেছেন।

এক সাক্ষাতকারে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘যতদিন ফিট আছি ততদিন খেলা চালিয়ে যাব। আমার চুক্তি জুনে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তার আগেই আমি আলোচনা শুরু করব। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই না। এ কারণেই আসার ছয় মাসের মধ্যেই আমি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছি। এখানে সিদ্ধান্ত নেবার সব ধরনের স্বাধীনতা আমার আছে।’

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা