নতুন ফ্লাগশিপ ফোন আনছে মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১১:০৯
অ- অ+

ক্রেতাদের জন্য খুব শিগগিরই ফ্লাগশিপ মডেলের ফোন আনছে মটোরোলা। নতুন মডেলের নাম মটোরোল নিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ফোনের লুক এবং ডিজাইন সংক্রান্ত বেশ কিছু ছবি ফাঁস হয়ে গিয়েছে।

উইবোতে সর্বপ্রথম সেই ছবির খোঁজ পান টিপস্টার নিলস অ্যাহরেন্সমিয়ার। সেই ছবি থেকেই স্পষ্ট যে, এই ফোনের ডিসপ্লে-তে রয়েছে পাঞ্চ-হোল কাট, সেখানেই দেওয়া হবে সেলফি ক্যামেরা।

মটোরোলা নিও মডেলের একটি 'স্কাই' কালারের ভ্যারিয়্যান্ট পরিলক্ষিত হয়েছে। জানা গেছে, এই ফোনের একটি 'বেরিল' ভ্যারিয়্যান্টসও থাকবে। তবে লিক থেকে আরও জানা যাচ্ছে যে, ফোনটি মটোরোলা এজ এস নামেও মার্কেটে লঞ্চ হতে পারে।

মটোরোলার এই নয়া মডেলে ফ্ল্যাট ডিসপ্লে থাকছে এবং তার সঙ্গেই থাকছে অত্যন্ত স্লিম বেজেল। ফোনের ঠিক ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন-সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফাঁস হওয়া ছবিতে আরও দেখা যাচ্ছে যে, ফোনের বাঁ দিকে আরও একটি ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই বাটন গুগল অ্যাসিসট্যান্টের জন্য। কোয়াড-ক্যামেরা সেটআপের এই ফোনের ব্যাক প্য়ানেলে স্কোয়্যার মডিউল থাকছে, যেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও অডিও জুম অ্যাটাচ করা রয়েছে তার ঠিক নিচেই। ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশিং থাকছে।

এই নতুন হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট থাকছে। ৮ জিবি র‌্যামের এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা