লাইকি ভিডিওতে মেতেছেন নায়িকা পলি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১৬:২৭| আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২৩:০৪
অ- অ+

ফায়ার সিনেমায় অভিনয় করে সমালোচিত হন নব্বই দশকের শেষের দিকের চিত্রনায়িকা পলি। ঢাকাই চলচ্চিত্রে এক সময়ের চাহিদা সম্পন্ন চিত্রনায়িকাদের তালিকায় অন্যতম ছিলেন পলি। ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন। মিউজিক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম লাইকিতে খুবই জনপ্রিয় চিত্রনায়িকা পলি।

অভিনেত্রী পলি এই মুহূর্তে মিডিয়ায় কাজ করতে চান না। নিজের ভিডিও বানিয়ে পোস্ট করছেন লাইকিতে। নিজের থেকেই এই মুহূর্তে মিডিয়ায় কাজ করতে চাচ্ছে না তিনি। একজন নায়িকা হিসেবে পলি যথেষ্ট প্রতিভার সাক্ষর রেখেছেন।

পলি বলেন, ‘প্রতিভা কখনো একজন নায়িকা থেকে হারিয়ে যায় না।’ সেই প্রমাণ রাখতেই সে নিজেকে নিজেই বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন পোশাকে নিজেকে উপস্থাপন করছেন।

নায়িকা পলি বলেন, ‘বেশ কিছুদিন আগে লাইকিতে অ্যাকাউন্ট খুলেছি। তাতে নিত্য নতুন ভিডিও প্রকাশ করছি। লাইকিতে আমার ১ লক্ষ ভিউয়ার্স রয়েছে।’ ভক্তদের অসংখ্য লাইক-কমেন্টে ভাসছেন এই নায়িকা।

অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রে কাজ করে অনেক কিছুই পেয়েছি আমি। হারায়নি কিছুই। তাই চলচ্চিত্র জগতকে সম্মান করি। এই চলচ্চিত্রই পলিকে হাজার হাজার মানুষের কাছে পরিচিত করে দিয়েছে।’

পলি এখন ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। চলচ্চিত্রে এখন ব্যবসা নেই। খাতটি লাভজনক হলে চলচ্চিত্র প্রযোজনা করবেন বলেও জানালেন ফায়ার ছবির এ অভিনেত্রী।

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ওই সময়কার জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন পলি। এ তালিকায় রয়েছে- চিত্রনায়ক মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেক জান্ডার বো, মেহেদীসহ অনেকে। সাকিব খানের সাথে চারটা সিনেমায় একক ভাবে নায়িকা হিসেবে কাজ করেছেন পলি এবং সেই সাথে ২০/২২ টা সিনেমার অভিনয় করেছে সাকিব খান,অমিত হাসান, ও আলেকজান্ডার বোয়ের সাথে।

পলি অভিনীত সর্বশেষ ‘এক নম্বর আসামী’ শিরোনামের সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা