মিরপুর স্টেডিয়ামে রাইসউদ্দিনকে শ্রদ্ধা জানানো হবে আগামীকাল

খেলা ডেস্ক, ঢাকাইটামস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৫:৩০| আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৫:৩৫
অ- অ+

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ। আগামীকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে প্রয়াত রাইসউদ্দিনকে শ্রদ্ধা জানাবে বিসিবি।

বিসিবির অন্যতম দুই নীতি নির্ধারক জালাল ইউনুস ও আকরাম খান আজ এ ব্যাপারে দুঃখপ্রকাশ করেছেন। তারা আশ্বস্ত করেছেন, আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে যতটা সম্ভব সম্মান জানানোর প্রাণপন চেষ্টা করা হবে।

বোর্ড পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল কৃতজ্ঞ চিত্তে রাইস উদ্দিনের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘সত্তর দশকের মাঝামাঝিতে আমার খেলোয়াড় ক্যারিয়ার শুরুর সময় রাইস ভাই ছিলেন বোর্ড সম্পাদক। আমি দেখেছি কত সীমাবদ্ধতা আর দূর্বল অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়েও রাইস ভাই, দামাল ভাই, হুদা ভাই ও রেজা ভাইরা ক্রিকেট বোর্ড চালিয়েছেন। মাঠ ছিল হাতে গোনা, আম্পায়ারদের পয়সা দেয়ার সামর্থ্য ছিল না। তারপরও তারা নিজেরা খরচ করে নিয়মিত প্রথম, দ্বিতীয় বিভাগ লিগ চালিয়েছেন। দেশের ক্রিকেটে রাইস ভাইয়ের অবদান অপরিসীম।’

ঢাকাটাইমস/২১জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা