টিপস
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন যেভাবে

প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এর পরেই টেলিগ্রাম, সিগনালের মতো মেসেজিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বেড়েছে। যদিও টেলিগ্রামের জনপ্রিয়তা এর আগেও ছিল। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম ব্যবহার শুরু করলে আপনি হয়তো টেলিগ্রামের সাইলেন্ট মেসেজ ফিচার সম্পর্কে ওয়াকিবহাল নন।
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
সাইলেন্ট মেসেজ পাঠালে আপনি যাবে মেসেজ পাঠাচ্ছেন তার ফোনে কোন নোটিফিকেশন বাজবে না। অনেক রাতে জরুরি তথ্য পাঠাতে হলে অথবা বাজার করার তালিকা পাঠানোর সময় এই ফিচার কাজে লাগবে।ধাপে ধাপে দেখে নিন কীভাবে টেলিগ্রাম থেকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন?
কী কী প্রয়োজন
একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন
স্মার্টফোনে টেলিগ্রামের লেটেস্ট ভার্সন ইন্সটল
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানোর পদ্ধতি
স্টেপ ১। স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে টেলিগ্রাম ওপেন করুন।
স্টেপ ২। যাকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন তার চ্যাট উইন্ডো ওপেন করুন।
স্টেপ ৩। এর পরে মেসেজ টাইপ করুন।
স্টেপ ৪। মেসেজ টাইপিং শেষ হলে এবার সেন্ড বাটনে প্রেস করে ৩ সেকেন্ড হোল্ড করে থাকুন।
স্টেপ ৫। এখানে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে মেসেজ শিডিউল করা যাবে। দ্বিতীয় অপশনে আওয়াজ ছাড়াই মেসেজ পাঠানো যাবে। দ্বিতীয় অপশন সিলেক্ট করুন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলীতে পরিবর্তন এসেছে। নতুন শর্তে গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য কোম্পানি বিজ্ঞাপন দেখানোর কাজে সংগ্রহ করবে। এর পরেই বিশ্বব্যাপী বহু মানুষ ফেসবুকের এই মেসেজিং অ্যাপ ব্যবহার বন্ধ করেছেন। আর এই ঘটনার পরেই মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করেছে।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

ফেসবুকে নির্বিচারে বেচাকেনার গ্রুপ, পদে পদে প্রতারণা

ডিজিটাল ইকোনমি গড়তে স্টার্টআপরাই মূল চালিকাশক্তি: পলক

ওপেনআর্ক সিস্টেমসের সঙ্গে সিভিসি ফাইন্যান্সের চুক্তি

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর

ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছে ৫জি মেসেজিং

শক্তিশালী ব্যাটারির রেডমি ৯ পাওয়ার আনলো শাওমি

বন্ধ হওয়া গুগল প্লে মিউজিকের ডাটা সেভ করবেন যেভাবে

নকিয়ার নতুন ফিচার ফোন

মঙ্গলে টিকে থাকাটাই চ্যালেঞ্জের
