টিপস

টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৩:২৪
অ- অ+

প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এর পরেই টেলিগ্রাম, সিগনালের মতো মেসেজিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বেড়েছে। যদিও টেলিগ্রামের জনপ্রিয়তা এর আগেও ছিল। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম ব্যবহার শুরু করলে আপনি হয়তো টেলিগ্রামের সাইলেন্ট মেসেজ ফিচার সম্পর্কে ওয়াকিবহাল নন।

টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?

সাইলেন্ট মেসেজ পাঠালে আপনি যাবে মেসেজ পাঠাচ্ছেন তার ফোনে কোন নোটিফিকেশন বাজবে না। অনেক রাতে জরুরি তথ্য পাঠাতে হলে অথবা বাজার করার তালিকা পাঠানোর সময় এই ফিচার কাজে লাগবে।

ধাপে ধাপে দেখে নিন কীভাবে টেলিগ্রাম থেকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন?

কী কী প্রয়োজন

একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন

স্মার্টফোনে টেলিগ্রামের লেটেস্ট ভার্সন ইন্সটল

টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানোর পদ্ধতি

স্টেপ ১। স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে টেলিগ্রাম ওপেন করুন।

স্টেপ ২। যাকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন তার চ্যাট উইন্ডো ওপেন করুন।

স্টেপ ৩। এর পরে মেসেজ টাইপ করুন।

স্টেপ ৪। মেসেজ টাইপিং শেষ হলে এবার সেন্ড বাটনে প্রেস করে ৩ সেকেন্ড হোল্ড করে থাকুন।

স্টেপ ৫। এখানে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে মেসেজ শিডিউল করা যাবে। দ্বিতীয় অপশনে আওয়াজ ছাড়াই মেসেজ পাঠানো যাবে। দ্বিতীয় অপশন সিলেক্ট করুন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলীতে পরিবর্তন এসেছে। নতুন শর্তে গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য কোম্পানি বিজ্ঞাপন দেখানোর কাজে সংগ্রহ করবে। এর পরেই বিশ্বব্যাপী বহু মানুষ ফেসবুকের এই মেসেজিং অ্যাপ ব্যবহার বন্ধ করেছেন। আর এই ঘটনার পরেই মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করেছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা