আলাদা দল গঠনের হুমকি ট্রাম্পের

রিপাবলিকান সিনেটররা যদি অভিশংসনের ভোটে তার বিপক্ষে ভোট দেন তাহলে আলাদা দল গঠন করতে পারেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আশংকা করছেন, আগামী ৮ ফেব্রুয়ারি সিনেটে অভিশংসনের ব্যাপারে যে ভোটাভুটির কথা রয়েছে তাতে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে ভোট দিতে পারেন।
ট্রাম্প যদি সিনেটের ভোটাভুটিতে চূড়ান্তভাবে অভিশংসনের শিকার হন তাহলে তিনি আর কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সরকারি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। খবর ওয়াশিংটন পোস্টের
এই পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রাম্প এখন মনে করছেন যে, তৃতীয় কোনো দল গঠনের হুমকি দিলে রিপাবলিকান সিনেটররা তার বিরুদ্ধে ভোট দেয়া থেকে বিরত থাকতে পারেন।
এর আগে, ট্রাম্পের ক্ষমতার শেষভাগে দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল সর্বপ্রথম জানিয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্প ‘প্যাট্রিয়ট পার্টি’ নামে একটি নতুন দল গঠনের চিন্তা করছেন।
গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি ছিলেন না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি তার উগ্রবাদী সমর্থকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন যার পরিপ্রেক্ষিতে হাজার হাজার সমর্থক মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায়।
এই ঘটনায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেছে। এখন সিনেটে এ বিষয়ে ভোটাভুটি হবে।
ঢাকা টাইমস/২৬জানুয়ারি/একে
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলব ইরান-তুরস্কের

ইতালির মাটির নীচে থেকে ২ হাজার বছরের রথ উদ্ধার

সৌদি যুবরাজের বিচার হবে কি না জানা যাবে সোমবার

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি আরবের

সৌদি যুবরাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় জাতিসংঘ

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১৮

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে ১১ জন নিহত

লড়াই মোরগের পায়ের ছুরিতে মালিকের মৃত্যু

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফের লকডাউন
