নড়াইলে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ২২:৩৮
অ- অ+

নড়াইল পৌরসভা নির্বাচনে দুর্গাপুর বটতলা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ধানের শীষের প্রার্থী জুলফিকার আলী মন্ডল অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে। ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের একটি মাত্র অফিস করা হয়েছিল। তাও ভাঙচুর করা হয়েছে।’

তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা। ধানের শীষের প্রার্থী জুলফিকার আলী মণ্ডল। এছাড়া মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খায়রুজ্জামান (হাতপাখা প্রতীক)। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন গত সোমবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরাকে সমর্থন দিয়েছেন।

এছাড়া নড়াইল পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা