দেশে করোনার প্রথম ভ্যাকসিন নেওয়া একজন বড়লেখার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১, ১৭:৫১

দেশে প্রথম ভ্যাকসিন নেওয়া পাঁচজনের মধ্যে একজন হলেন মৌলভীবাজারের বড়লেখার কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করার পর এই টিকা নেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের বাড়ি বড়লেখার সুজানগর ইউনিয়নের রাফিনগর গ্রামে।

প্রথম টিকা পাওয়া বাকি চারজন হলেন- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা, এ হাসপাতালের চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এবং মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য দিদারুল ইসলাম।

এই পাঁচজনসহ মোট ২৫ জনকে প্রথম দিন টিকা দেওয়া হয়েছে। যাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদন্নোতি পান বড়লেখার কৃতি সন্তান ইমরান হামিদ। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিসি হিসাবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :