অন্য রকম ফাগুন

হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪
অ- অ+

শনিবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের পথ। পুবের মুখে বেশ কিছু গাছ। জড়াজড়ি করে আছে সবুজের সংসার। গন্তব্যের পৌঁছতে তারা। প্রায় মানুষশূন্য পথ। মৃদু বায়ু মনে করিয়ে দিচ্ছে শীতের বিদায় হয়নি এখনো। নিস্তরঙ্গ পথে হঠাৎ পা দুটো থমকে গেল ‘কুউউ, কুউউ’ ডাকে। চোখ তুলে তাকাতেই সবুজ পাতার ফাঁকে লালচে চোখের পাখিটি নজর কারল। ফের ‘কুউউ’ করে ডাকতেই কোকিলের লালচে মুখ উজ্জ্বল হলো।

কবি সুভাষ মুখোপাধ্যায় অবশ্য বলেছেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’। তবে বসন্ত এলে ফুলের আর তর সয় না। তর সয় না কোকিলেরও। বসন্তের নরম হাওয়া কোকিলের নরম পালক আর ফুলের কোমল পাপড়ি ছুঁয়ে গেলে, নিজেকে মেলে ধরার অপেক্ষা আর সয় না।

বাংলা দিনপঞ্জি বদলের সুবাদে এবারই ইংরেজি মাস ফেব্রুয়ারির ১৪ তারিখ বাংলা দিনপঞ্জিতে পহেলা ফাগুন। অন্যবার ১৩ ফেব্রুয়ারি উদযাপন হতো বসন্তের আগমন।

করোনা মহামারির মধ্যেও এবারের ফাগুন একটু আলাদাই। কিন্তু বসন্ত কি আর মহামারির বারণ মানে? পলাশ, শিমুল পাপড়ি মেলতেও অপেক্ষা করেনি একমুহূর্ত। কৃষ্ণচূড়া, সোনালুরাও রঙ ছড়াচ্ছে শহরের পথে পথে।

বসন্ত প্রকৃতির জরা ঝড়িয়ে প্রাণের সঞ্চার করে। ঝরাপাতার শীর্ণগাছগুলো নতুন পত্রপল্লবের বসনে সেজে ওঠে। অন্যরকম শোভা ছড়ায় প্রকৃতি। কেবল প্রকৃতিই নয়, মানুষের মনেও ভালোবাসার উষ্ণতা ছড়ায় বসন্ত। ফাগুনের দিনগুলোতে ভালোবাসায় সিক্ত হয় বাঙালির হৃদয়। বসন্ত অনিন্দ্য সুন্দর এক ঋতুর নাম। প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃত রূপ দেখতে বসন্তের বিকল্প নেই।

এবারের বসন্তের আগমন এবং বিশ্ব ভালোবাসা দিবস একই ক্ষণে এসে থিতু হয়েছে। সে কারণে বসন্তপ্রেমী মানুষের উচ্ছ্বাস, আনন্দটা অন্য সময়ের তুলনায় বেশি। তরুণ-তরুণীরা বসন্তের নতুন সাজে সাজবে। প্রিয়তমার খোঁপায় ফুল গুজে দিবে প্রেমিক মন। কারোনা মহামারি দীর্ঘ সময় মানুষকে একে অন্য থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বিগত কয়েক মাসে সেটি অনেকটাই স্বাভাবিক ধারায়। ফাগুনের মাতাল করা হওয়ায় সেই দূরত্ব আরও ঘুচে আসবে। কাছে টেনে নেবে একে অন্যকে।

ফাগুন ভালোবাসতে শেখায়। শেখায় হিংসা ভুলে সুন্দর করে বাঁচতে। স্বপ্ন বুনতে। যেমন পাতাঝরা জরাগ্রস্ত গাছে হলদে সবুজ পাতা নতুন জীবনের আলো দেখায়, তেমনি বসন্তও নিস্তরঙ্গ মনে সঞ্চার করে প্রাণের।

করোনা মহামারির মধ্যে অন্যরকম এই ফাগুন এসেছে আমাদের জীবনে। এই ফাগুন দূর করে দিক মহামারির যত দুঃখ, বেদনা, হতাশা। নতুন প্রাণের দিশাদিক প্রতিটি মানুষের জীবনে।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা