নেয়ামত ভূঁইয়ার কিশোর কবিতা: অমর একুশে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৩| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭
অ- অ+

একুশ মানে পাখ পাখালির মিষ্টি কলরব, বর্ণমালার বক্ষজুড়ে সুখের অনুভব।

একুশ মানে ‘সোনাযাদু’ মায়ের ডাকাডাকি,

ফুলের সঙ্গে অলির কথা; প্রাণের মাখামাখি।

একুশ মানে কাজলা দিদির ঘুম পাড়ানি গান, সালাম রফিক বরকতেরই আত্ম-বলিদান।

একুশ মানে সেই চেতনা; জন্মঅধিকার, যাকে পাবার জন্যে হলেম রক্ত নদী পার।

একুশ মানে কুলু কুলু নদীর কলতান, পুতুল খেলার সাথির সঙ্গে মধুর অভিমান।

একুশ মানে প্রাণ প্রেরণা যুগ সাধনার ধন, জলের সঙ্গে পদ্মফুলের কাব্য-আলাপন।

একুশ মানে রাখাল ছেলের বাঁশের বাঁশির সুর, মনপবনের নাও ভাসানো সপ্ত সমুদ্দুর।

একুশ মানে পাতার ভাষা--- ছন্দ ঝিরি ঝিরি, একুশ মানে স্বাধীনতার রক্তে ভেজা সিঁড়ি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা