রাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন নাসির-তামিমা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৮| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮
অ- অ+

ক্রিকেট নয়, ভিন্ন একটি ইস্যুতে খবরের শিরোনাম টাইগার ক্রিকেটার নাসির হোসেন। সম্প্রতি তামিমা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা। সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই দাবি করেছেন রাকিব হাসান।

তবে, বুধবার সংবাদ সম্মেলনে এসে রাকিব হাসানের এমন দাবি অসত্য বলে উল্লেখ করেছেন নাসির হোসেন ও তামিমা সুলতানা দম্পতি। সংবাদ সম্মেলনে নাসির-তামিমার পক্ষে কথা বলতে উপস্থিত ছিলেন একজন আইনজীবী। এসময় আইনজীবী বলেন, আমরা অচিরেই মি. নাসির হোসেন ও তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে আইনজীবী বলেন, ‘রাকিব হাসানের সঙ্গে তামিম সুলতানার ডিভোর্স হয়েছে। আমাদের কাছে সেই প্রমাণ আছে। তারপরও অনেকে বিষয়টি নিয়ে অপপ্রচার করছেন। আমি নাসির হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা এই সত্য তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরুন। যাতে অসত্য তথ্য দিয়ে কেউ পার পেয়ে না যায় সে ব্যাপারে সচেষ্ট হোন।’

তিনি আরো বলেন, ‘রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মি. নাসির হোসেন ও তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে তা বিশ্লেষণ করে আমরা তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই এ বিষয়ে জানতে পারবেন।’

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা