বনানীতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৩| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৭
অ- অ+
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ (ফাইল ছবি)

বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর বনানীর স্টার কাবাবের সামনে ছুরিকাঘাতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। তার নাম শাকিল গাজী। বুধবার রাতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে স্টার কাবাবের সামনে শাকিলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জসিম গাজী জানান, রাত সাড়ে সাতটার দিকে কে বা কারা শাকিল গাজীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বনানী স্টার কাবাবের সামনে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই।

জসিম গাজী জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। বনানীর কড়াইল বস্তি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই ছেলের মধ্যে শাকিল ছিল ছোট।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা