এবার ৮১ রানে অলআউট ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৪
অ- অ+

মোতেরায় গোলাপি বলের টেস্টে ভারত ও ইংল্যান্ড কোনো দলের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারছেন না। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১১২ রানে অলআউট হয়। এরপর ভারত ব্যাটিংয়ে নেমে ১৪৫ রানে অলআউট হয়। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮১ রান করে অলআউট হয়ে গিয়েছে।

এই এখন জিততে ভারতের প্রয়োজন ৪৯ রান। কারণ প্রথম ইনিংস শেষে ভারত ৩৩ রানের লিডে ছিল। মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই এমন চিত্র। স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেন বেন স্টোকস। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ৩২ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। ৪৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন আরেক স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা