ক্ষুব্ধ হয়ে উপদেশকারীকে ছুরিকাঘাতে হত্যা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২১
অ- অ+

মাগুরায় আকামত মোল্লা নামে এক শ্রমিক হত্যাকাণ্ডের আাসামি ইশারত ওরফে এশা শেখকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার মামলার মূল আসামি এশাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে সদর থানা পুলিশ এশাকে সাংবাদিকদের সামনে হাজির করে।

এর আাগে শহরতলীর বরুনাতৈল গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাদকাসক্ত এশা শেখের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন ওই গ্রামের আকামত মোল্লা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, মূলত ইশারত ওরফে এশা একজন সন্ত্রাসী ও মাদকসেবী। নেশাগ্রস্ত এশাকে ভালো হওয়ার উপদেশ দেয়ায় সে ক্ষুব্ধ হয়ে আকামত মোল্ল্যাকে হত্যা করেছে বলে এশা পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহতের ছেলে নাসিরুল হোসেন মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে রাতভর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এশাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো চাকুটিও উদ্ধার করে পুলিশ। এছাড়া ইশারতের নামে অস্ত্র ও ডাকাতি মামলাসহ মাগুরা সদর থানায় তিনটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা