মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৮
অ- অ+

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামে মোবাইল ফোন চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৩টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাহ হোসেন (২৪)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। নিহত বিল্লাব নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহতের বড় ভাই সোলাইমান অভিযোগ করে বলেন, আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সাদিকুলের (৪০) সাথে দেড় বছর আগে থেকেই বিরোধ চলে আসছিল বিল্লালের। এর জেরে শুক্রবার মধ্যরাতে বিল্লাল ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সাদিকুল, রুমান ও শরীফ মোবাইল চুরির অপবাদে পেটায়। পরে আমার বাবা বিষয়টি জানালে ৯৯৯-এ ফোন করি। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও ঘাতকদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিহত বিল্লাহ হোসেনের নামে থানায় মোবাইল চুরির পাঁচটি মামলা আছে বলেও জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা