আইরিশ দশক সেরা ক্রিকেটার পল স্টার্লিং

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৪
অ- অ+

গত দশ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে দশক সেরা পুরস্কার প্রদান করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দেশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকা আইরিশ ওপেনার পল স্টার্লিংকে দশক সেরা ক্রিকেটার নির্বাচত হন। সেই সঙ্গে ২০২০ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই ওপেনার। এদিকে নারী ক্যাটাগরিতে দশক সেরা ক্রিকেটার কিম গার্থ।

দশকসেরার পুরস্কারে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এড জয়েস, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন ও উইলিয়াম পোর্টারফিল্ড। আর গার্থ এই পুরস্কার জেতার দৌঁড়ে পেছনে ফেলেছেন লরা ডেনালি, সেসেলিয়া জয়েস, ইসোবেল জয়েস ও ক্লেয়ার শিলিংটনকে।

পুরস্কার জেতার পর পর স্টার্লিং বলেন, ‘এটা সত্যিই বিশেষ পুরস্কার। লম্বা সময় ধরে খেলার পর এমন একটা ফল পাওয়া। গত ১০ বছরে আমি অনেক গ্রেট খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। তাদের মধ্যে সবার সেরা হওয়া এতটাও সহজ না। আমি ঠিক জানি না নিজের অনুভূতি কীভাবে প্রকাশ করা উচিত। তবে আমি সত্যিই অনেক খুশি।’

দশকসেরার পুরস্কারের জন্য বিবেচিত সময়ে আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন স্টারলিং। এ সময় ৮ সেঞ্চুরিতে ৫৫২৯ রান করেছেন তিনি।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা