তুরস্কে সন্দেহভাজন চার আইএস সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২২:৫২
অ- অ+

তুরস্ক সন্দেহভাজন চার আইএস সদস্যকে আটক করেছে । স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আনাদোলু নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে।

তুরস্কের কোকেলি প্রদেশের গভর্নর জানান, স্থানীয় পুলিশের একটি দল সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড উন্মোচন এবং প্রতিরোধ করতে অভিযান চালায়। একই সময় ইস্তানবুলের নিরাপত্তা বাহিনী মেট্টোপলিটন এলাকায় একই ধরনের অভিযান পরিচালনা করে। পাঁচ জায়গায় অভিযান চালিয়ে চারজন আইএস সদস্যকে আটক করা হয়।

২০১৩ সালে তুরস্ক আইএসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে আইএস যোদ্ধারা বেশ কয়েকবার তুরস্কে হামলা করেছে। তাদের ১০টি আত্মঘাতী হামলা, সাতটি বোমা হামলায় তুরস্কে অন্তত ৩০০ মানুষ মারা গেছে এবং আহত হয়েছে শতাধিক। ভবিষ্যতে আইএসের আক্রমণ প্রতিরোধ করতে তুরস্ক দেশের অভ্যন্তরে এবং বিদেশে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করেছে।

ঢাকটাইমস/০১মার্চ/২০২১

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা