নতুন রূপে মারুতি সুইফট

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১২:০৩
অ- অ+

মারুতির সবচেয়ে জনপ্রিয় মডেল সুইফট। সাশ্রয়ী দামের এই গাড়ি নতুন রূপে হাজির হলো। মডেল মারুতি সুইফট ফেসলিফ্ট। নতুন ফেসলিফ্ট মডেলের দাম ভারতে ৫ লাখ ৭৩ হাজার রুপি।

নতুন ফেসলিফ্ট মডেলের মূল আকর্ষণ এর সামনের সামনের গ্রিলে। পুরনো মডেলের তুলনায় নতুন মডেলে এটাই মূল পার্থক্য। ক্রোম স্ট্রিপ সহ নতুন ক্রস মেশ ফ্রন্ট গ্রিল যুক্ত হয়েছে নতুন মডেলে। আর এই পরিবর্তনের ফলে নতুন সুইফট ফেসলিফ্ট হয়ে উঠেছে আগের তুলনায় আরও বেশি স্পোর্টি।

মোট ৫টি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে মারুতি সুইফট ফেসলিস্ট।

গাড়ির প্রাণ হল তার ইঞ্জিন। মারুতি সুইফট ফেসলিফ্ট মডেলে ১.২ লিটার ডুয়াল-জেট কে১২এন ব্যবহার করা হয়েছে। মারুতির ডেজায়ার মডেলের গাড়িতেও এই একই মডেলের ইঞ্জিন আছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ৯০ পিএস পাওয়ার এবং ১১৩ নিউটন মিটার টর্ক উৎপাদন করে।

পেট্রোল-এমটি ভ্যারিয়্যান্টের গাড়ি ২৩.৭৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে থাকে বলে কোম্পানির দাবি।

(ঢাকাটাইমস/২মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা