দুদক কর্মকর্তার ঘুষ দাবি, অডিও-ভিডিও চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৮:২২
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সপক্ষে অডিও-ভিডিও প্রমাণ রয়েছে মর্মে জানানোর পর সেই প্রমাণ চেয়েছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ৭ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করে এই আদেশ দেন।

জানা যায়, পিরোজপুর জেলা রেজিস্ট্রার (ডিআর) আবদুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন। তবে সে মামলার তদন্ত কর্মকর্তার (মো. আলমগীর হোসেন) পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

মঙ্গলবার সেই রিটের শুনানি নিয়ে আদালত তদন্ত কর্মকর্তার পরিবর্তন কেন চাইছেন তা জানতে জেলা রেজিস্ট্রারের কাছে। জেলা রেজিস্ট্রারের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, ওই তদন্ত কর্মকর্তা জেলা রেজিস্ট্রারের কাছে ঘুষ চেয়েছেন।

আদালত তখন এর কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে জবাবে আইনজীবী বলেন, তাদের কাছে ঘুষ চাওয়ার অডিও এবং ভিডিও রেকর্ড আছে। এরপর আদালত ৭ মার্চ ওই অডিও-ভিডিও দাখিল করতে বলেন।

(ঢাকাটাইমস/০২মার্চ/এসআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা