মেধাবী ছাত্রীকে সাংবাদিকের আর্থিক সহায়তা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ১৫:২৪
অ- অ+

বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারের আগুনে গৃহ ও সহায়সম্বলহীন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকায় বসবাসরত নিউজহাণ্ট পত্রিকার সম্পাদক অমৃত মলঙ্গী।

গৃহহীন ওই পরিবারের শিক্ষার্থীর পড়াশুনা চালিয়ে যেতে এই আর্থিক সহায়তা দিয়েছেন বলে জানান সাংবাদিক। তিনি নিউজহাণ্ট পত্রিকার চিতলমারী প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্রী রানু মন্ডলকে আপাতত পাঁচ হাজার টাকা দেয়ার ব্যবস্থা করেন।

রানু মন্ডলের মায়ের মানবিক সাহায্যের আবেদনে সাড়া দিয়ে এই আর্থিক সহায়তায় এগিয়ে আসেন সাংবাদিক মলঙ্গী। ভবিষ্যতে আরো সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

শুক্রবার বেলা ১১টার সময় এই অনুদান দেয়ার সময় উপস্থিত ছিলেন নিউজহাণ্ট পত্রিকার চিতলমারী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিভাষ দাস, সাংবাদিক মীর মাসুদ হুসাইন, শিক্ষক অনাদী সমাদ্দার, সমাজসেবক সুনীল গুহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী চিতলমারীর খাসেরহাট বাজারে গভীর রাতে আগুনে তিনটি ঘর পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। পুড়ে যাওয়া একটি ঘরের মালিক শেফালী মন্ডল। স্বামী মারা যাবার পর একমাত্র মেয়ে রানুকে নিয়ে তিনি সরকারি জায়গা বরাদ্দ নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছেন। দর্জি কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের পড়াশুনার খরচ এবং সংসার চালাতেন।

ইতিপূর্বে তিনি সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। তাকে সাহায্য পাঠানো যাবে ডাচবাংলা ব্যাংকের ০১৭৩০৬২৮৮৫২ মোবাইল ব্যাংকিং নম্বরে।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা