ফটিকছড়ির তোতা হত্যায় ১৭ বছর পর ৯ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৮:৩৮
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের ১৭ বছর পর আলোচিত এই মামলার রায় ঘোষণা হলো।

সোমবার বিকালে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নাসির উদ্দিন জানান, রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত।

দণ্ডিত আসামিরা হলেন—লেডা নাছির, বাবুল, নুরুল ইসলাম, যোবায়ের, দিদার, আবু বক্কর প্রকাশ বাসিক, জংগু, ইসমাঈল ও শাহীন।

এই ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত ১০ আসামির মধ্যে একজনের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকি নয়জনের মধ্যে আটজনই পলাতক। রায় ঘোষণার সময় কারাগারে থাকা একমাত্র আসামি শাহীনকে হাজির করা হয়।

মামলার চার্জশিট সূত্রে জানা যায়, ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার বাসিন্দা লেডা নাছিরের কাছে পাঁচ হাজার টাকা পেতেন প্রবাসী নেছার আহমেদ ওরফে তোতা। এই টাকা ফেরত চাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন নাছির। টাকা দেয়ার নামে কৌশলে নেছার আহমদকে ডেকে নিয়ে দণ্ডিত আসামিরা ২০০৩ সালের ১ জানুয়ারি গলাকেটে করে খুন করেন। এঘটনায় আটজনকে আসামি করে পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে আরও দুজনসহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে।

২০০৭ সালের ২০ মার্চ দশজনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরই মধ্যে চার্জশিটভুক্ত আসামি কপাল কাটা নাছির মারা গেলে তাকে ছাড়াই বিচার কাজ চলে।

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি’র পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা